এটা সম্পূর্ণ ফ্রি এবং মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । কনটেন্ট হলো ওয়েবসাইটের উপাদান। ছবি, লেখা ও যাবতীয় তথ্য আপনি যা একটি ওয়েবসাইটে দেখে থাকেন তাই হলো কনটেন্ট। এইগুলি ম্যানেজ করাই হলো Content Management. আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটি কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম ।
এই সিস্টেমটি পি এইচ পি (PHP = Hypertext Preprocessor) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা এবং ডাটাবেস নিয়ন্ত্রণের জ্ন্য ব্যবহার করা হয়েছে মাই এস কিউ এল (MySQL) অথবা মারিয়া ডিবি (MariaDB)। এটা জনপ্রিয় এই জন্য যে এটা ব্যবহার করা অত্যন্ত সহজ এবং ফ্রি । এর সকল কার্যক্রম এত সহজ হওয়ার মূল কারণ এর বিভিন্ন থিমস এবং প্লাগিনগুলো ।
এইগুলো ব্যবহারের মাধ্যমে যে কেউ অতি সহজে মূহুর্তের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে । বর্তমান বিশ্বের প্রায় ৩৫ % ওয়েবসাইট যা কিনা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি । আর বাকিগুলো অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং লাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে । তাহলে বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস কেন এত বেশি জনপ্রিয় ।
ওয়ার্ডপ্রেসের ইতিহাসঃ
এটি সর্বপ্রথম প্রকাশ পায় ২৭শে মে ২০০৩ সালে । আবিষ্কার করেন আমেরিকান ওয়েব ডেভোলপার ম্যাট মুলেনওয়েগ (Matthew Charles Mullenweg) এবং ইংরেজি ডেভোলপার মাইক লিটল (Mike Little) । ওয়ার্ডপ্রেস সর্বপ্রথম .৭ ভার্সন দিয়ে শুরু হয় । সর্বশেষ এটি ৫.৫ ভার্সন প্রকাশ পেয়েছে ১১ই আগস্ট ২০২০ সালে । এবং প্রতিনিয়ত এটি আপডেট হচ্ছে ।
ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখব?
ওয়ার্ডপ্রেস শেখার প্রধান কারণ হচ্ছে, এটা বিশ্বের এক নম্বর কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং উন্মুক্ত । আপনার যদি অনলাইনে ওয়েব ডিজাইনার বা ডেভোলোপার হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে এবং আপনার যদি কোডিং সর্ম্পকে ধারণা কম থাকে অথবা কোডিংকে ভয় পান তাহলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখেই শুরু করতে পারেন ।
কারণ বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ পাওয়া যায় । ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ছোট ছোট কাজ আছে যেগুলো আপনি সহজেই শিখে নিতে পারেন । আর যদি কাজগুলো একটু ভালভাবে আয়ত্ব করতে পারেন তাহলে খুব সহজেই মার্কেটপ্লেসে কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেলেন । তারপর মার্কেটপ্লেসে কাজ করেন মোটামুটি ভাল একটা ইনকাম জেনারেট করতে পারবেন ।
মার্কেটপ্লেসে এর চাহিদা কেমন?
আগেই বলেছি বিশ্বের প্রায় ৩৫% ওয়েবসাইট যা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি । তাহলে বুঝতেই পারছেন এটা কতটা জনপ্রিয় । আর যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের প্রতি মানুষের চাহিদাও তত বেশি থাকে । ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট করতে যত খরচ হয় অন্য টেকনোলজি ব্যবহার করে ওয়েবসাইট করতে তার তুলনায় সর্বনিম্ন ২ থেকে ৩ গুন বেশি খরচ হয় । এত কম খরচের কারণে বেশিরভাগ ক্লাইন্ট চায় তাদের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করতে ।
ওয়ার্ডপ্রেসে সুবিধাগুলো কি ?
ওয়ার্ডপ্রেস এর প্রথম এবং প্রধান সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি এবং উন্মুক্ত ।
ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতে খরচ অনেক কম লাগে । তার প্রধান কারণ এর ওয়েবসাইটে প্রচুর পরিমাণ থিমস ও প্লাগিন ফ্রিতে পাওয়া যায় । এদের ওয়েবসাইটে প্রায় ৭,৯৮৭ থিমস এবং ৫৭,৯৪৯ টি প্লাগিন রয়েছে যা সম্পূর্ণ ফ্রি । এরকম বিশাল সাপোর্ট অন্য কোথাও পাওয়া যাবে না ।
এটা এত বেশি জনপ্রিয় হওয়ার কারণে এদের সিকিউরিটি ব্যবস্থাও অনেক উন্নত করেছে । যে কারণে হাজার হাজার ওয়েবসাইট নিশ্চিন্তে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।
এটা এস ই ও (SEO = Search Engine Optimization) ফ্রেন্ডলি হওয়ার কারণে অতি সহজেই গুগোল সার্চ কনসোলে ইনডেস্ক করা যায় । যাতে করে একজন ওয়েবসাইটের মালিক তার সাইটটাকে সহজেই গ্রাহকের কাছে যেতে পারে।
COMMENTS