ওয়েব ডিজাইন হলো ইন্টারনেট ব্যবহার করার সময় ওয়েবসাইটের যে অংশ আমাদের চোখের সামনে আসে সেই ডিজাইন। অর্থাৎ একজন ইউজার যে ইন্টারফেসটি দেখতে পান তার ডিজাইন হচ্ছে ওয়েব ডিজাইন এর নির্দেশক। শুরুর দিকে ওয়েবডিজাইন কেবল ডেক্সটপ ব্রাউজারগুলো জন্যই করা হতো। কিন্তু 2010 এর মাঝামাঝি সময় থেকে মোবাইল এবং ট্যাবলেট ব্রাউজার গুলোর গুরুত্ব বাড়তে থাকে। একজন ওয়েব ডিজাইনার ওয়েবসাইটের রূপ, বিন্যাস এমনকি কিছু ক্ষেত্রে ওয়েব সাইটের কনটেন্ট নিয়ে কাজ করে থাকেন।
অন্যদিকে ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েব ডিজাইনার কর্তৃক নির্দেশকৃত সাইটের ডিজাইন কে কোডিং এর মাধ্যমে একটি ব্যবহারযোগ্য ওয়েবসাইটে পরিণত করা। সেই ওয়েবসাইটকে একটি সার্ভারে যুক্ত করা এবং সকল ব্যবহারকারীর জন্য সাইটটিকে উন্মুক্ত করা।
অনেকে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কে এক বিষয় ভেবে থাকেন। প্রকৃতপক্ষে ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটি ছবি ভিত্তিক লেআউট তৈরি করা। অপরদিকে ওয়েব ডেভলপমেন্ট হচ্ছে সেই ডিজাইনার কর্তৃক কৃত ডিজাইন কে কোডিং এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটে পরিণত করা যেখানে একজন ব্যবহারকারী ওয়েবসাইটটি ব্যবহার করে তার প্রয়োজনীয় সকল কাজ সম্পাদন করতে পারবেন।
এ থেকে বোঝা যায় যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পূর্ণ আলাদা বিষয়। ওয়েব ডিজাইন কে UI/UX ডিজাইন ও বলা হয়ে থাকে। অন্যদিকে ওয়েব ডেভেলপমেন্ট কি দুইটি ভাগে ভাগ করা যায়। একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অপরটি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। যে ব্যক্তি front-end এবং back-end দুইটি অংশই ভালোভাবে পারেন তাকে বলা হয় full-stack ওয়েব ডেভেলপার।
ওয়েব ডিজাইনে সাধারণত এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, ফিগমা, অ্যাডোবি ইনডিজাইন এমন সব ইলাস্ট্রেশন সফটওয়্যার ব্যবহার করা হয়।
অপরদিকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয় কোডিং নলেজ। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর জন্য সাধারণত এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন সিএসএস ফ্রেমওয়র্ক, বিভিন্ন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী ইত্যাদি ব্যবহার করা হয়।
আবার back-end এর জন্য সাধারণত পিএইচপি, মাই এসকিউএল, পাইথন ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
আশা করি এই আর্টিকেলটি থেকে আপনারা বুঝতে পেরেছেন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি? ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর পার্থক্য কি?
ধন্যবাদ সবাইকে, যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
COMMENTS