বাংলাদেশ সেনাবাহিনী আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে।
বিস্তারিত নিচে দেওয়া হলো:-
চাকরির ধরন | |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
অফিসিয়াল ওয়েবসাইট | |
চাকরির ক্যাটাগরি | ডিফেন্স চাকরির |
পদ সংখ্যা | সেনাবাহিনী |
খালি পদ | অনির্দিষ্ট |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান |
আবেদনের প্রক্রিয়া | |
আবেদন শুরু তারিখ | ২৫ ফেব্রুয়ারি, ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ৩০ এপ্রিল, ২০২২ |
শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
উচ্চতা (ন্যূনতম) | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন (ন্যূনতম) | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। |
বুক (ন্যূনতম) | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। |
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
জাতীয় মাধ্যমঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-B.৫০ পেয়ে উত্তীর্ণ। থ। ইংরেজী মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
২০২২ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের ফলাফল থাকতে হবে অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত ।
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
২৫ ফেব্রুয়ারি ২০২২ হতে ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করুন।
COMMENTS